ইন্দো-বাংলা ফার্মার ৪ কোটি ৭৮ লাখ শেয়ার লক ফ্রি হচ্ছে কাল

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কোটি ৭৮ লাখ শেয়ার লক ফ্রি হচ্ছে কাল। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আগে ইস্যু করা শেয়ারের ওপর আরোপিত তিন বছরের লক ইন শেষে কোম্পানিটির শেয়ার লক ফ্রি হচ্ছে।

২০১৭ সালের অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৬১৩তম কমিশন সভায় আইপিওর মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলনের অনুমোদন পায় ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস। ২০১৮ সালের ১৮ অক্টোবর স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়। ১০ টাকা অভিহিত মূল্যে কোটি শেয়ার ছেড়ে অর্থ সংগ্রহ করে কোম্পানিটি। সংগৃহীত অর্থের মধ্যে কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম গ্যারেজ নির্মাণ খাতে কোটি ৮৫ লাখ ৮০ হাজার টাকা ছাড়াও যন্ত্রপাতি আমদানি স্থাপনে ১২ কোটি ৪৭ লাখ ২০ হাজার টাকা এবং আইপিও খরচ খাতে কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা ছিল কোম্পানিটির। অবশ্য পরবর্তী সময়ে আইপিওর অর্থ ব্যয় পরিকল্পনায় পরিবর্তন এনে গত বছর কারখানা, প্রশাসনিক ভবন, গুদাম গ্যারেজ নির্মাণ খাতে বরাদ্দ রাখা অর্থ যন্ত্রাংশ কেনার কাজে ব্যয় করার সিদ্ধান্ত নেয় কোম্পানিটির পর্ষদ।

সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে অন্য শেয়ারহোল্ডারদের দশমিক শতাংশ নগদ এবং সব ধরনের শেয়ারহোল্ডারকে শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫