বগুড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে মেডিকেল ছাত্রের মৃত্যু

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে দিনাজপুর মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মোছাব্বির হোসেন ফাহিমের (২২) মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দিঘলকান্দি হার্ড পয়েন্টে (প্রেম যমুনা ঘাট) গোসল করতে নেমে তিনি ডুবে মারা যান।

ফাহিম বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা গ্রামের ফজলুল করিমের ছেলে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ফাহিম তার খালাতো ভাই মোহাইমিনের সঙ্গে সারিয়াকান্দির দিঘলকান্দি গ্রামে নানা আমজাদ হোসেন মন্ডলের বাড়িতে বেড়াতে যান। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে ফাহিম মোহাইমিন দিঘলকান্দি হার্ড পয়েন্টের যমুনা নদীতে গোসল করতে যান। সেখানে ফাহিম গোসলে নামলেও তার খালাতো ভাই উপরে দাঁড়িয়ে থাকেন। গোসলের এক পর্যায়ে ফাহিম পানিতে ডুবে যান। পরে এলাকাবাসী সকাল ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে ফাহিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫