গোল্ডম্যান স্যাকসের মুনাফা বেড়েছে ৬০ শতাংশ

প্রকাশ: অক্টোবর ১৭, ২০২১

বণিক বার্তা ডেস্ক

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৬০ শতাংশ মুনাফা বেড়েছে গোল্ডম্যান স্যাকসের। গ্রীষ্মে আর্থিক বাজারে আধিপত্য বিস্তারকারী চুক্তি মার্কিন বিনিয়োগ ব্যাংকটির মুনাফা বৃদ্ধিতে সহায়তা করেছে। খবর এপি।

নিউইয়র্ক-ভিত্তিক ব্যাংকটি জানিয়েছে, জুলাই-সেপ্টেম্বর সময়ে মুনাফার পরিমাণ ৫২৮ কোটি ডলারে পৌঁছেছে। শেয়ারপ্রতি মুনাফার পরিমাণ ১৪ ডলার ৯৩ সেন্ট। গত বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ডলার ৯৮ সেন্ট। তৃতীয় প্রান্তিকের বিশ্লেষকদের পূর্বাভাস ১০ ডলার ১০ সেন্ট থেকে মুনাফার ফলাফল উল্লেখযোগ্য বেশি ছিল।

অধিকাংশ মুনাফা গোল্ডম্যানের পরামর্শক বিনিয়োগ ব্যাংকিং ব্যবসা থেকে এসেছে। ৩০ সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ব্যাংকটির বিনিয়োগ ব্যবসার আয় ৮৮ শতাংশ বেড়ে ৩৭০ কোটি ডলারে পৌঁছেছে। কভিডজনিত বিপর্যয় কাটিয়ে উঠতে কোম্পানিগুলো বিভিন্ন উপায় খুঁজতে বাধ্য হয়েছে। গোল্ডম্যান স্যাকস কেবল যুক্তরাষ্ট্রে ৯৪টি আইপিওর মাধ্যমে হাজার ৮০০ কোটি ডলার সংগ্রহ করে। এটি ২০০০ সালের পর তৃতীয় প্রান্তিকে সংস্থাটির সর্বোচ্চ আইপিও। এর আগে সিটিগ্রুপ, ব্যাংক অব আমেরিকা, ওয়েলস ফার্গো জেপি মরগানও গোল্ডম্যান স্যাকসের মতো বিপুল পরিমাণ মুনাফার ঘোষণা দেয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫