২০২২ সালে যুক্তরাষ্ট্রে গাড়ি সরবরাহ শুরু করবে ভিনফাস্ট

প্রকাশ: অক্টোবর ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

আগামী বছরের প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভিএফ ই৩৫ ই৩৬ বৈদ্যুতিক এসইউভি গাড়ির প্রাক-ক্রয়াদেশ নেয়া শুরু করবে ভিয়েতনামের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিনফাস্ট। ২০২০ সালের শেষ নাগাদ গাড়ি সরবরাহ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল লোশেলার।

বার্তা সংস্থা রয়টার্সের কাছে পাঠানো এক -মেইল বার্তায় লোশেলার বলেন, এখনই বিক্রির পূর্বাভাস দেয়া সম্ভব হচ্ছে না। তবে নভেম্বরে লস অ্যাঞ্জেলেসে আয়োজিত হতে যাওয়া অটো শোতে ভিনফাস্ট তাদের অত্যাধুনিক দুটি বৈদ্যুতিক গাড়ি উন্মোচন করবে। এগুলো হলো ই৩৫ ভিএফ ই৩৬। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের যাত্রা করবে বলেও জানান তিনি।

ডিসেম্বরের শুরুতে প্রতিষ্ঠানটি ভিয়েতনামে প্রথম বৈদ্যুতিক গাড়ি সরবরাহের বিষয়ে আশা প্রকাশ করেছে বলে জানিয়েছেন লোশেলার। তিনি বলেন, ক্যালিফোর্নিয়ায় ভিয়েতনামের বৃহত্তম কনগ্লোমারেট প্রতিষ্ঠান ভিনগ্রুপের অটোমোবাইল আর্ম ভিনফাস্টের একটি কার্যালয় রয়েছে। আগামী বছর প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে ৬০টি শোরুম খোলার ব্যাপারে আশাবাদী বলেও জানান তিনি।

যুক্তরাষ্ট্র ইউরোপের বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রির মাধ্যমে টেসলাসহ অন্যান্য গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় ভিনফাস্ট। পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন করছে ভিনগ্রুপ। সোভিয়েত-পরবর্তী ইউক্রেনে ইনস্ট্যান্ট নুডলসের দোকানের মাধ্যমে ভিনগ্রুপের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটি আবাসন, রিসোর্ট, স্কুল, হাসপাতাল স্মার্টফোন ব্যবসায় অংশ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভিনফাস্ট গাড়ির আকার মূল্যে প্রতিযোগিতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। প্রতিষ্ঠানটি তাদের বৈদ্যুতিক গাড়িতে ব্যাটারি লিজিং স্কিম সুবিধা প্রদান করবে। অর্থাৎ গাড়ির মূল দামের সঙ্গে ব্যাটারির মূল্য অন্তর্ভুক্ত থাকবে না।

ভিয়েতনামে একটি অ্যাসেম্বলি প্লান্টসহ ভিনফাস্ট যুক্তরাষ্ট্রের অধিকাংশ গাড়ি বিক্রি কার্যক্রম অনলাইনে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। লোশেলার বলেন, যুক্তরাষ্ট্রে গাড়ি নির্মাণ কারখানা স্থাপনের বিষয়ে প্রতিষ্ঠানটি সবসময় চেষ্টা চালিয়ে যাবে।

বিশ্বজুড়ে চলমান চিপ সংকটের কারণে প্রতিষ্ঠানটি আগামী বছর ১৫ হাজার ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যেখানে আগে প্রতিষ্ঠানটি ৫৬ হাজার ইউনিট গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। ব্যবসা বৃদ্ধিতে অর্থায়নের জন্য ভিনফাস্ট যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিও বিবেচনা করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫