জ্বালানিতে ভোক্তাদের ভর্তুকি দেবে পোল্যান্ড

প্রকাশ: অক্টোবর ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

কভিড-১৯ মহামারী থেকে পুনরুদ্ধার হচ্ছে বিশ্ব। তৈরি হয়েছে তুমুল ভোক্তা চাহিদা। কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিশেষ করে ইউরোপে গ্যাস বিদ্যুতের ব্যয় ব্যাপকভাবে বেড়েছে। ফলে ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে অঞ্চলটির নাগরিকরা। এমন পরিস্থিতিতে গতকাল জ্বালানি ব্যয়ে ভর্তুকি দেয়ার ঘোষণা দিয়েছে পোল্যান্ড। খবর রয়টার্স।

বিদ্যুতের দাম বাড়ায় ভোক্তাদের অতিরিক্ত ৩৮ কোটি ডলার ভর্তুকি দেয়ার ঘোষণা দেন পোল্যান্ডের জলবায়ুমন্ত্রী মিহাল কুর্তেকা। তিনি বলেন, আমরা বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছি। আমরা ২৬ লাখ পরিবারকে ভর্তুকির আওতায় নিয়ে আসব।

এর আগে গত সপ্তাহে ক্ষুদ্র ব্যবসায়ী ক্রেতাদের ত্রাণসহায়তা দেয়ার সুপারিশ করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আহ্বান জানায় ২৭ দেশের জোটটি। তবে সুপারিশের বিষয়টি নিয়েও ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল। কারণ হিসেবে বলা হয়, ইইউর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নেয়া নীতিগুলোই জ্বালানি সংকট সৃষ্টির জন্য দায়ী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫