বিদেশী পর্যটক প্রবেশের অনুমতি দিয়েছে ভারত

প্রকাশ: অক্টোবর ১৬, ২০২১

কভিড-১৯ সংক্রমণের সংখ্যা কমে যাওয়ায় বিদেশী পর্যটক প্রবেশের অনুমতি দিয়েছে ভারত। গতকাল থেকে চার্টার্ড ফ্লাইটে করে পর্যটকরা দেশটিতে ভ্রমণ করতে পারছেন। যদিও এক্ষেত্রে পর্যটকদের কভিডের পূর্ণ ডোজের টিকা এবং ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে করা কভিড পরীক্ষার নেগেটিভ সনদ   দেখাতে হবে। ২০২০ সালের মার্চের পর প্রথমবারের মতো ভারত বিদেশী পর্যটক প্রবেশের অনুমতি দিল। এছাড়া আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটকরা নিয়মিত ফ্লাইটে দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে আগতদের কোয়ারেন্টিনে থাকতে হবে কিনা তা এখনো স্পষ্ট নয়। এপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫