অনুষ্ঠানে বক্তারা

জীবাশ্মের ব্যবহার কমিয়ে যেতে হবে নবায়নযোগ্য জ্বালানিতে

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কার্বন মিথেন গ্যাস নিঃসরণের কারণে পৃথিবীর উষ্ণায়ণ পরিবেশ বিপর্যয় ঘটছে। বাংলাদেশেও বহুমাত্রিক পরিবেশগত বিপর্যয় দেখা যাচ্ছে। বায়ুদূষণে বাংলাদেশ সারা পৃথিবীতে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। অবস্থায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দিকে দেশের নীতিনির্ধারকদের এগিয়ে যেতে হবে। রাজধানীতে আয়োজিত গতকালের এক বই প্রকাশনা উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

ইউপিএল প্রকৃতি পরিচয় প্রকাশন থেকে যৌথভাবে প্রকাশিত . ফারসীম মান্নান মোহাম্মদী লিখিত একটাই পৃথিবী বইটির প্রকাশনা উৎসবের জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউপিএলের নতুন কেন্দ্রীয় কার্যালয় ফার্মগেটের আরএইচ হোম সেন্টারের তৃতীয় তলায় প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ডিন (ইঞ্জিনিয়ারিং) . মোহাম্মদ তামিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান সৈয়দা রিজওয়ানা হাসান, চলচ্চিত্র নির্মাতা জলবায়ু কর্মী আবু সাইয়ীদ, পরিবেশবাদী সংগঠন আরণ্যকের নির্বাহী প্রধান রাকিবুল হাসান মুকুল ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দিন প্রমুখ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫