জ্বালানি তেলের চাহিদা পূর্বাভাস কমিয়েছে ওপেক

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা পূর্বাভাস কমিয়ে এনেছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিস (ওপেক) জোটটির মাসভিত্তিক প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির প্রভাবে বিশ্বের প্রধান অর্থনীতিগুলো চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। এছাড়া সরবরাহ চেইনও বহুমুখী সমস্যায় বাধাগ্রস্ত হচ্ছে। এসব কারণে চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা স্লথ হয়ে যেতে পারে। তবে জোটটির প্রত্যাশা, আকাশচুম্বী দামের কারণে প্রাকৃতিক গ্যাসের ভোক্তারা জ্বালানি তেলে স্থানান্তরিত হলে চাহিদা আবারো বাড়বে।

ওপেকের নতুন পূর্বাভাস বলছে, চলতি বছর দৈনিক ৫৮ লাখ ২০ হাজার ব্যারেল করে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়তে পারে। এর আগের পূর্বাভাসে চাহিদা প্রবৃদ্ধির পরিমাণ ছিল দৈনিক ৫৯ লাখ ৬০ হাজার ব্যারেল। চলতি বছরের প্রথম তিন প্রান্তিকের বাজার পরিস্থিতি পর্যালোচনা করে পূর্বাভাস কমানো হয়েছে বলে জানায় ওপেক। প্রতিষ্ঠানটি আগামী বছর দৈনিক ৪২ লাখ ব্যারেল করে চাহিদা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। 

চলতি বছর ক্রমেই বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। তবে গতকাল চীনে জ্বালানি তেল আমদানি কমার খবরে দাম কিছুটা চাপের মধ্যে পড়ে। এদিন পণ্যটির দামে খুব বেশি উত্থান দেখা যায়নি। আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক শতাংশ বাড়ে। যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ডব্লিউটিআইয়ের দামও বেড়েছে একই হারে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫