যুক্তরাষ্ট্রে চিনি উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা

প্রকাশ: অক্টোবর ১৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে চিনি উৎপাদন আরো বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ২০২১-২২ মৌসুমে ভোগ্যপণ্যটির উৎপাদন লাখ ২৪ হাজার শর্ট টন (প্রতি শট টনে ৯০৭ কেজি ১৯০ গ্রাম) বেড়ে ৯২ লাখ ৮০ হাজার শর্ট টনে পৌঁছতে পারে। চিনির কাঁচামাল বিট উৎপাদন প্রত্যাশার চেয়ে ভালো হওয়ায় সম্ভাবনা দেখা দিয়েছে। মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) এক প্রক্ষেপণ প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

মাসভিত্তিক সরবরাহ চাহিদা প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বিটের ফলন ভালো হয়েছে। বিশেষ করে মধ্যপূর্ব অঞ্চলে কৃষিপণ্যটির উৎপাদন গত প্রক্ষেপণের তুলনায় শতাংশ বেড়েছে।

এদিকে উৎপাদনে সম্ভাবনা দেখা দেয়ায় চিনি আমদানি পূর্বাভাস দশমিক শতাংশ কমিয়েছে ইউএসডিএ। ২০২১-২২ মৌসুমে দেশটি ৩০ লাখ টন চিনি আমদানি করতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫