২২ জেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২১

বণিক বার্তা অনলাইন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝুঁকিপূর্ণ কয়েকটি জেলাসহ দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ জেলাগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা, নরসিংদী ও মুন্সিগঞ্জ। 

আজ বৃহস্পতিবার বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান সাংবাদিকদের দেয়া বার্তায় জানান, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে যেন কেউ না পারে, এজন্য ঝুঁকিপূর্ণ জেলাগুলোসহ মোট ২২টি জেলায় পুলিশ বা অন্যান্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করবে। তিনি উল্লেখ করেন, স্থানীয় প্রশাসনের চাহিদার আলোকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি মোতায়েনের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাজধানীতে বিজিবি মোতায়েন করা হবে কিনা সে প্রসঙ্গে বিজিবির পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান জানান, সংশ্লিষ্টদের চাহিদার আলোকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

গতকাল ধর্ম অবমাননার অভিযোগে কুমিল্লা ও চাঁদপুরে সহিংসতার ঘটনা ঘটে। এরপর বিজিবি মোতায়েনের এ সিদ্ধান্ত নেয়া হলো।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫