রোহিঙ্গা নিরাপত্তা নিয়ে জাতীয় কমিটির সভা ২১ অক্টোবর

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে জাতীয় কমিটির তৃতীয় সভা ২১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভার নোটিস থেকে তথ্য জানা গেছে।

সভার নোটিস অনুযায়ী, বল প্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা আইন-শৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির তৃতীয় সভা ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সভায় পররাষ্ট্রমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ প্রতিমন্ত্রী, মহিলা শিশুবিষয়ক প্রতিমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পররাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ সচিবেরও উপস্থিত থাকার কথা রয়েছে। সেই সঙ্গে পুলিশ মহাপরিদর্শক, এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, সামরিক গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজারের শরণার্থী, ত্রাণ প্রত্যাবাসন কমিশনারও এতে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫