টাঙ্গাইলে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা

প্রকাশ: অক্টোবর ১৪, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার রাত ১২টার পর হামলার শিকার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল রনি বাদী হয়ে উপজেলা বাস মিনিবাস, কোচ শ্রমিক সমিতির সাংগঠনিক সম্পাদক পাপ্পু খানের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫-২০ জনের নামে ভূঞাপুর থানায় মামলা করেন। মামলায় সরকারি কাজে বাধা হামলায় আহত করার কথা উল্লেখ করা হয়।

অন্যদিকে ওই হামলার ঘটনায় মঙ্গলবার বিকাল থেকেই ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করেছে। থানায় মামলা দায়েরের পর গ্রেফতার আতঙ্কে রয়েছেন পরিবহন শ্রমিকরা।

বিষয়ে ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল ওহাব জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পরিবহন শ্রমিকদের হামলার ঘটনায় ম্যাজিস্ট্রেট বাদী ?য়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫