যুক্তরাষ্ট্রের মেমফিসে ডাকঘরে গুলি, তিন সহকর্মী নিহত

প্রকাশ: অক্টোবর ১৩, ২০২১

বণিক বার্তা অনলাইন

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে একটি ডাকঘরে গুলির ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। হামলাকারীসহ তিনজনই ডাকঘরের কর্মী। 

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, মঙ্গলবার মেমফিসে ডাকবিভাগের ইস্ট লামার ক্যারিয়ার অ্যানেক্স কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। সেখানে কর্মরত এক ব্যক্তি গুলি করে তার দুই সহকর্মীকে হত্যা করে। পরে নিজের ছোড়া গুলিতে মৃত্যু হয় তার। যদিও ঘটনার কারণ জানা যায়নি।

মার্কিন ডাক পরিদর্শক সুসান লিংক জানান, অ্যানেক্স কার্যালয়ে হামলায় নিহত তিনজনই সহকর্মী ছিলেন। এফবিআইয়ের মেমফিস ফিল্ড কার্যালয়ে মুখপাত্র লিসা অ্যানে কুলপ জানান, ঘটনা তদন্তে তার বিভাগ কাজ করছে। নিহতদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

ইউএস পোস্টাল ইন্সপেকশন সার্ভিস (ইউএসপিএস) এক বিবৃতিতে বলেছে, মেমফিসে ঘটে যাওয়া ঘটনায় ডাকবিভাগ দুঃখিত। যারা মারা গেছেন তাদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছে সংস্থাটি।

ঘটনার পর অ্যানেক্স কার্যালয় বন্ধ রেখেছে মেমফিস পুলিশ। ইউএসপিএসসহ অন্যান্য ফেডারেল কর্তৃপক্ষ ঘটনার তদন্তে কাজ করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫