দুবাই ওয়ার্ল্ড এক্সপো

৫০ বছরের অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরবে বাংলাদেশ

প্রকাশ: সেপ্টেম্বর ২৮, ২০২১

নিজস্ব প্রতিবেদক

আগামী মাস থেকে দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড এক্সপো-২০২০। আয়োজনে অংশ নিচ্ছে বাংলাদেশও। ছয় মাসব্যাপী এক্সপোতে বাংলাদেশের বিভিন্ন খাতের অর্জন, পণ্য, ধারণা উদ্ভাবন, জাতীয় ব্র্যান্ড, পর্যটন ইতিহাস ব্যবসায়িক পরিবেশ প্রচারের মাধ্যমে দেশের ভাবমূর্তি তুলে ধরার পরিকল্পনা করেছে সরকার। এক্সপোতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ৫০ বছরের অর্জন তুলে ধরা হবে।

ওয়ার্ল্ড এক্সপো আগামী অক্টোবর শুরু হবে। চলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত। উপলক্ষে গতকাল সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫