প্রকাশিত সংবাদের সত্যতা নেই

ডিএসইকে ব্যাখ্যা দিয়েছে এমারেল্ড অয়েল

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলকে বেসিক ব্যাংক ও ব্যাংক এশিয়া কিনে নেয়ার যে সংবাদ প্রকাশ হয়েছে তা সত্য নয় বলে জানিয়েছে কোম্পানিটি। গত ২৩ সেপ্টেম্বর ডিএসইর প্রশ্নের জবাবে এ তথ্য জানায় এমারেল্ড অয়েল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সংবাদপত্রে কোম্পানির সঙ্গে কোনো যোগাযোগ ছাড়া খবর প্রকাশ করা হয়েছে। গত ২২ সেপ্টেম্বর ইংরেজি দৈনিক পত্রিকা দ্য বিজনেজ স্ট্যান্ডার্ডে ‘BASIC, Bank Asia extend hands to receive Emerald Oil’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এমন খবর প্রকাশের পর ডিএসইর প্রশ্নের জবাবে কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫