সব শেয়ার বিক্রি করবেন সন্ধানী ইন্স্যুরেন্সের উদ্যোক্তা

প্রকাশ: সেপ্টেম্বর ২৭, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উদ্যোক্তা রওশন আরা নিজের কাছে থাকা কোম্পানির সব শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা রওশন আরার কাছে কোম্পানির লাখ ৪৯ হাজার ৮১০টি শেয়ার রয়েছে। তিনি সব শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। উদ্যোক্তা ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারবেন।

চলতি ২০২১ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত জীবন বীমার প্রিমিয়াম আয় ১০ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকা কমেছে। এতে কোম্পানিটির মোট জীবন বীমা তহবিল দাঁড়িয়েছে ৭৫০ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫