সব ক্রিপ্টোকারেন্সির লেনদেন অবৈধ ঘোষণা চীনের

প্রকাশ: সেপ্টেম্বর ২৫, ২০২১

বণিক বার্তা ডেস্ক

বিটকয়েনসহ সব ক্রিপ্টোকারেন্সির লেনদেন অবৈধ ঘোষণা করেছে চীন। গতকাল দেশটির কেন্দ্রীয় ব্যাংক ভার্চুয়াল মুদ্রার ব্যবহার বন্ধ করার জন্য একটি প্রচারাভিযান শুরু করেছে। এর আগে ২০১৩ সালেই চীনা ব্যাংকগুলোকে ক্রিপ্টোকারেন্সির লেনদেন পরিচালনা করতে নিষেধ করা হয়েছিল।

এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, সেই নিষেধাজ্ঞার পরও ক্রিপ্টোকারেন্সির লেনদেন চলছিল। এজন্য সরকার আবারো সেই নিষেধাজ্ঞা মনে করিয়ে দিয়ে একটি অনুস্মারক জারি করেছে। সেখানে বলা হয়েছে, ক্রিপ্টোকারেন্সির লেনদেন এখনো চলছে এবং কারণে রাষ্ট্র পরিচালিত আর্থিক ব্যবস্থা পরোক্ষভাবে ঝুঁকির সম্মুখীন হতে পারে।

গতকালের নোটিসে অভিযোগ করা হয়েছে, বিটকয়েন, ইথেরিয়াম অন্যান্য ডিজিটাল মুদ্রা আর্থিক ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। এছাড়া মুদ্রা অর্থ পাচারসহ অন্যান্য অপরাধে ব্যবহূত হতে পারে।

দ্য পিপলস ব্যাংক অব চায়নার ওয়েবসাইটে বলা হয়েছে, ভার্চুয়াল কারেন্সির ব্যবহার করে সব ধরনের আর্থিক কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ। ব্যাংকটি নগদহীন লেনদেনের জন্য দেশের ইউয়ানের একটি ডিজিটাল সংস্করণ তৈরি করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫