স্পেনের বিচ্ছিন্নতাবাদী নেতা কার্লেস পুজদেমন গ্রেপ্তার

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২১

বণিক বার্তা অনলাইন

স্পেনের কাতালুনিয়ার স্বাধীনতাপন্থী নেতা কার্লেস পুজদেমনকে ইতালির সারডিনিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাসিত এই নেতার বিরুদ্ধে স্পেনে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। কাতালানের স্বাধীনতার পক্ষে ২০১৭ সালে অনুষ্ঠিত গণভোট আয়োজনে সহযোগিতার কারণে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  

বিবিসি জানিয়েছে, গণভোটের সময় তিনি কাতালুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু নির্বাচনের পরে বেলজিয়ামে পালিয়ে যান। কার্লেস পুজদেমনের আইনজীবী বলছেন, শুক্রবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে। এরপর তাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রত্যর্পণ করা হবে।

এর আগে ২০১৭ সালে কাতালুনিয়ার স্বাধীনতার পক্ষে আয়োজিত গণভোট স্পেনে একটি রাজনৈতিক সঙ্কট তৈরি করে। কাতালুনিয়ার স্থানীয় সংসদ স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা দিলে এ সঙ্কট শুরু হয় এবং মাদ্রিদ এই অঞ্চলের ওপর কেন্দ্রীয় শাসন জারি করে।

২০১৯ সালে সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ায় পুজদেমন মামলা থেকে রেহাই পেয়ে যান। কিন্তু চলতি বছরের মার্চে তা আবার বাতিল করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫