মাইক্রোবাসে বিস্ফোরণ নোয়াখালীতে ৪ পুলিশ সদস্য আহত

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী জেলা কারাগার থেকে আসামি নিয়ে লক্ষ্মীপুর কারাগারে যাওয়ার পথে চলন্ত মাইক্রোবাসের এয়ার ফিল্টার বিস্ফোরণের ঘটনা ঘটে। সময় মাইক্রোবাসে থাকা চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের কেন্দুরবাগ মিম ফিলিং স্টেশনের সামনে ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন বেসান্তর, রাকেশ দেবনাথ, আনাস মিগেল শাকিল আহমেদ।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী জেলা কারাগার থেকে পুলিশ উপপরিদর্শক বোরহান উদ্দিন সরকারের দায়িত্বে পাঁচজন পুলিশ সদস্য চার আসামিকে নিয়ে লক্ষ্মীপুর যাচ্ছিলেন। পথে বেগমগঞ্জের কেন্দুরবাগে তাদের বহনকারী মাইক্রোবাসটির এয়ার ফিল্টার বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। পরে দ্রুত স্থানীয় মিম ফিলিং স্টেশনের অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সময় চার পুলিশ সদস্য আহত হন। তাদের মধ্যে রাকেশ বেসান্তরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫