দুদকের অর্থ আত্মসাৎ মামলায় খালেক পরিবারের অব্যাহতি

প্রকাশ: সেপ্টেম্বর ২৪, ২০২১

সপরিবারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্থ আত্মসাতের একটি মামলায় অব্যাহতি পেয়েছেন কেয়া কসমেটিকস লিমিটেডের মালিক আব্দুল খালেক পাঠান। তাদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা না মেলায় অব্যাহতি দেয়া হয়।

আব্দুল খালেক পাঠান ছাড়াও অব্যাহতিপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন খালেদা পারভীন, মাছুম পাঠান, তানসিন কেয়া, মো. আবুল হোসেন, গোলাম রসূল, মো. সারোয়ার হোসেন এবং জুবায়ের মঞ্জুর। মামলাটি তদন্ত করেন দুদকের উপপরিচালক মো. সামছুল আলম। ১৯ সেপ্টেম্বর -সংক্রান্ত প্রতিবেদন গ্রহণ করেন সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ।

২০১৭ সালে মেসার্স কেয়া ইয়ান মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক পাঠানসহ পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে মামলা হয়। মামলায় কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫