ডেঙ্গুজনিত রোগে নতুন ২৫৪ জন হাসপাতালে ভর্তি

প্রকাশ: সেপ্টেম্বর ২৩, ২০২১

নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন আরো ২৫৪ জন ডেঙ্গুজনিত রোগ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ঢাকায় ভর্তি হয়েছেন ১৯৭ জন। ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৫৭ জন। 

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠনো ডেঙ্গুরোগ বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৪৯ জন রোগী ভর্তি আছে। ঢাকার ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৮৩৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ২১৩ জন ভর্তি আছেন।

গত ১ জানুয়ারি থেকে আজ অবদি সারা দেশে ১৬ হাজার ৭০৫ জন রোগী ভর্তি হন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৯৭ রোগী। মারা গেছেন ৫৯ জন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫