মুজিব শতবর্ষ আইডিয়া প্রতিযোগিতা শুরু

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন মুজিব বর্ষ উপলক্ষে চতুর্থ শিল্প বিপ্লবের ওপর আগামী ১০ ১১ ডিসেম্বর দুদিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়। সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইডিয়া প্রতিযোগিতা। গত বুধবার রাতে ভার্চুয়াল প্লাটফর্মে অংশ নিয়ে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক . কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এমএন জিয়াউল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ইউজিসি সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক . মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক . মুহাম্মদ আলমগীর অধ্যাপক . মো. আবু তাহের, বুয়েট উপাচার্য কনফারেন্সের টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক . সত্য প্রসাদ মজুমদার, চবির সিএসই বিভাগের অধ্যাপক আইডিয়া প্রতিযোগিতাবিষয়ক কমিটির সভাপতি . শাহাদাত হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক . শামীম আল মামুন এবং অ্যামাজন ওয়েব সার্ভিসের সলিউশনস আর্কিটেক্ট লিডার মোহাম্মদ মাহদী উজ জামান। অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক . দিল আফরোজা বেগম, অধ্যাপক বিশ্বজিৎ চন্দ এবং কমিশনের সচিব (অতিরিক্ত দায়িত্ব) . ফেরদৌস জামান প্রমুখ যুক্ত ছিলেন।

স্থানীয় উদ্ভাবন, বিশ্বব্যাপী পদার্পণ শিরোনামে শুরু হওয়া প্রতিযোগিতায় প্রাথমিক উদ্ভাবন ধারণা জমা দেয়া যাবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট শহর গ্রাম, কর্মসংস্থান, -গভর্ন্যান্স, পরিবহন পর্যটন, পরিবেশ, রিটেইল -কমার্স এবং ব্যাংকিং আর্থিকসহ ১০টি ক্ষেত্রে উদ্ভাবন ধারণা দিতে পারবেন। প্রতিযোগিতায় চূড়ান্তভাবে মনোনীত ১০০টি আইডিয়ার জন্য ২০ লাখ টাকা এবং সেরা ১০টি আইডিয়ার জন্য কোটি টাকা পুরস্কার হিসেবে দেয়া হবে। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫