বিনামূল্যে পেমেন্ট গেটওয়ে ইনস্টলেশন সার্ভিস দেবে সূর্যপে

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২১

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পেমেন্ট করা এবং পেমেন্ট সংগ্রহ করা নিয়ে অভিভাবক কর্তৃপক্ষকে বিভিন্ন ভোগান্তির সমাধান দিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য বিনা মূল্যে ইনস্টলেশন সুবিধা নিয়ে এল ডিজিটাল পেমেন্ট প্লাটফর্ম সূর্যপে।

সাম্প্রতিক সময়ে করোনা মহামারীর কারণে পেমেন্ট প্রক্রিয়ায় আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একটি কার্যকর এবং সহজেই ব্যবহারযোগ্য ডিজিটাল পেমেন্ট প্রক্রিয়া এখন সময়ের দাবি। এসব বিষয় মাথায় রেখে সূর্যপে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনা মূল্যে ইনস্টলেশন সেবা দিচ্ছে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট নেই, তাদের জন্য সূর্যপে দিচ্ছে পেমেন্ট লিংকের সুবিধা।

সূর্যপে পেমেন্ট গেটওয়েটি ভিসা, মাস্টারকার্ড, অ্যামেক্স, ডাইনার্স ক্লাব, নেক্সাস বা কিউক্যাশ কার্ডের পাশাপাশি বিকাশ, নগদ, ট্যাপ, উপায়, এমক্যাশ, রকেট এবং আরো অনেক বিকল্প পেমেন্ট মাধ্যমের সুবিধা দেয়। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫