৫০ জন শিক্ষার্থীকে শতভাগ বৃত্তি দিচ্ছে ইউল্যাব

প্রকাশ: সেপ্টেম্বর ১৭, ২০২১

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ইউল্যাব সারা দেশের সেরা কলেজগুলো থেকে বাছাই করে ৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থীকে টিউশন ফিতে শতভাগ বৃত্তিতে ভর্তির সুযোগ দিচ্ছে। দ্য গ্লোরিয়াস ৫০ শিরোনামের আয়োজনে ৫০ জন মেধাবী শিক্ষার্থী বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি দেয়া হবে।

বৃত্তির বিষয়ে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক . সামসাদ মর্তূজা বলেন, ইউল্যাব একটি লিবারেল আর্টস বিশ্ববিদ্যালয়। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান দক্ষতায় স্বনির্ভর করে গড়ে তুলতে কাজ করছে ইউল্যাব। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ মাইলফলকে দাঁড়িয়ে সারা দেশের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইউল্যাবের চেতনা ছড়িয়ে দিতে পেরে আমরা সত্যিই গর্বিত। বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫