তালেবানের সঙ্গে ‘সম্পৃক্ত’ হওয়ার আহবান পাকিস্তানের

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২১

বণিক বার্তা অনলাইন

আফগানিস্তান দখল করার পর দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ এখন তালেবানদের হাতে

এরইমধ্যে মোল্লা হাসান আখুন্দকে প্রধান করে সরকার গঠনও করেছে দলটি ভঙ্গুর অর্থনীতি আর খাদ্যাভাবসহ নানা সংকট জেঁকে বসতে শুরু করেছে দেশটির উপর  এই অবস্থায় তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আহবান জানিয়েছে প্রতিবেশি দেশ পাকিস্তান

 কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল বুধবার তালেবানের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মঈদ ইউসুফ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আগের ভুল ফের না করার পরামর্শও দেন

 মঈদ ইউসুফ বলেন, বিশ্বকে তালেবানের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হওয়া উচিৎ অতীতে আন্তর্জাতিক সম্প্রদায় যে ভুল করেছিল তা যেন না হয় আমরা তা নিশ্চিত করার চেষ্টা করছি এটা না হলে আফগানিস্তানে ফের অস্থিতিশীলতা ফিরে আসতে পারে আফগানিস্তানে এই মুহুর্তে স্থিতিশীলতা শান্তি ফিরিয়ে আনা অপরিহার্য বলে মন্তব্য করেন তিনি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫