পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ করবে অ্যাপিকর্প

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

পরিবেশবান্ধব জ্বালানি খাতে ১০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে আরব পেট্রোলিয়াম ইনভেস্টমেন্ট করপোরেশন (অ্যাপিকর্প) প্রতিষ্ঠানটি এখন পরিবেশগত, সামাজিক পরিচালনা নীতির ক্ষেত্রে টেকসই বিনিয়োগকে গুরুত্ব দিতে চাচ্ছে। দ্য ন্যাশনাল।

জ্বালানি রফতানিকারক ১০টি আরব দেশের মালিকানাধীন ঋণদাতা সংস্থার পরিচালনা পর্ষদের প্রধান আবেদ আল সাদোন বলেন, আমাদের কর্মকাণ্ড, সরবরাহ চেইন গ্রাহকদের লেনদেনের ক্ষেত্রে আমরা স্বল্প কার্বন নিঃসরণকারী জলবায়ু সহনশীল অর্থনীতিতে স্থানান্তরিত হতে চাই। সেজন্য আমাদের ব্যবসার নীতিকে টেকসই করতে চাই।

বিশ্বের সব বিনিয়োগ ব্যাংকগুলোই এখন পরিবেশবান্ধব অর্থনীতিতে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। অর্থাৎ পরিবেশবান্ধব জ্বালানি, পুনর্ব্যবহারযোগ্য টেকসই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করা হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতি ব্যবসায়ীদের প্রতিশ্রুতি বাড়ছে।

ফলে ব্যাংকগুলোও এমন প্রতিষ্ঠানকে ঋণ দিতে আগ্রহী হচ্ছে যারা পরিবেশের ক্ষতি করে না। সম্প্রতি অ্যাপিকর্পও ঋণদানের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে পরিবেশগত ঝুঁকির ভিত্তিতে শ্রেণীভুক্ত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫