এইচঅ্যান্ডএমের বিক্রি প্রত্যাশার তুলনায় পিছিয়ে

প্রকাশ: সেপ্টেম্বর ১৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

প্রত্যাশার তুলনায় ধীরগতিতে বাড়ছে ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের বিক্রি। বিশ্বের বিভিন্ন জায়গায় বিধিনিষেধের কারণে এবং ক্রেতাদের দোকানে গিয়ে কেনাকাটার অনুমতি না থাকায় গত তিন মাসে প্রবৃদ্ধির মুখ দেখেনি সুইডিশ গ্রুপটি।

প্রতিষ্ঠানটি বলছে, গত তিন মাসে (জুন-আগস্ট) গত বছরের সময়ের তুলনায় বিক্রি বেড়েছে শতাংশ। মহামারীর কারণে পণ্য বিক্রির ক্ষেত্রে দারুণ মন্দাভাব দেখা দেয়।

এক বিবৃতিতে এইচঅ্যান্ডএম জানিয়েছে, লকডাউন নিষেধাজ্ঞা এখনো উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে। এক বছর লোকসানে থাকার পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মুনাফায় ফেরে এইচঅ্যান্ডএম। সেই সময় ২০১৯ সালের তুলনায় শতাংশ প্রবৃদ্ধি দেখা যায়। তবে গত তিন মাসে আবার মন্দার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।

এইচঅ্যান্ডএম জানাচ্ছে, গত তিন মাসে ১০০টি আউটলেট সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। মূলত কভিড-১৯ মহামারীর কারণে বিদ্যমান নিষেধাজ্ঞার কারণেই অবস্থায় পড়েছে প্রতিষ্ঠানটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫