আবারো পঞ্চাশের ওপর মৃত্যু

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২১

বণিক বার্তা অনলাইন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩। 

আজ  বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশে আজ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৫৮ জনেন। শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। একই সময় সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন। 

গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৫৪৪ জনের নমুনা সংগ্রহের বিপরীতে পরীক্ষা হয় ২৫ হাজার ৬১৫টি। এতে শনাক্তের হার ৬ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৩ লাখ ৩২ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুর শিকার হয়েছেন ৩২ পুরুষ  এবং ১৯ নারী। তাদের মধ্যে ঢাকায় ২০, চট্টগ্রাম বিভাগে ১১, রাজশাহীতে ৪, খুলনায় ৫, বরিশালে ৩, সিলেটে ৫ ও ময়মনসিংহে ৩ জন মারা গেছেন।

গতকাল মঙ্গলবার দেশে করোনায় ৩৫ মৃত্যু হলেও আজ বেড়েছে। এর আগে গত রোববার ৫১, তার আগের বৃহস্পতিবার ৫৮, বুধবার ৫২ এবং মঙ্গলবার ৫৬ জনের মৃত্যু হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫