অবৈধ সম্পদ অর্জন

কেয়া কসমেটিকসের আবদুল খালেক পাঠানের বিরুদ্ধে দুদকের মামলা

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার স্ত্রী ও সন্তানদেরও মামলায় আসামী করা হয়েছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে প্রায় ১৮৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৯৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। 

২০১৭ সালে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ১১১ কোটি ১৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে আব্দুল খালেক পাঠানের বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ওই মামলায় তাকে গ্রেফতারও করা হয়। পরে তিনি জামিনে কারাগার থেকে মুক্তি পান।

এ বিষয়ে আজ বিকেলে ব্রিফিং করে বিস্তারিত জানাবে দুদক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫