রংপুরে তিস্তার চরে মৃত ডলফিন

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর চরে একটি মৃত ডলফিন উদ্ধার করেছেন জেলেরা। গতকাল সকালে গনাই চর গ্রামে মাছ ধরার জন্য গিয়ে চরে আটকে পড়া ডলফিনটিকে দেখতে পান তারা। ডলফিনটির ওজন প্রায় চার মণ। তবে এটি ডলফিন না শুশুক তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি। পরে মৃত ডলফিনটি উদ্ধার করে নদীতীরে নিয়ে এলে উত্সুক জনতার ভিড় জমে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাউনিয়া উপজেলার চর গনাই গ্রামের জেলে জহির উদ্দিন, ইউসুফ আলী, করিম উদ্দিন গতকাল সকালে জাল নিয়ে তিস্তা নদীর চরে মাছ ধরার জন্য যান। গনাই চরে গিয়ে জেলেরা মৃত ডলফিনটি চরে আটকে থাকতে দেখেন। পরে তারা নৌকায় মৃত ডলফিনটি গনাই সরকারি স্কুলের কাছে নিয়ে আসেন।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, এটি স্তন্যপায়ী জলজ প্রাণী। হাতিয়া, কুতুবদিয়ার মোহনায় এবং অল্পসংখ্যক নাফ নদীতে দেখা মেলে এসব জলজ প্রাণীর। তবে বঙ্গোপসাগরে এদের অবাধ বিচরণ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫