করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়াল

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

দেশে করোনায় আক্রান্ত হয়ে ১৬ দিনের ব্যবধানে এক হাজার ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ২৭ হাজার ছাড়াল। সর্বশেষ আরো ৩৫ জন করোনা রোগীর মৃত্যু হয়। একই সঙ্গে গতকাল হাজার ৭৪ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়। নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় দৈনিক শনাক্তের হার ছয় মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ আগস্ট দেশে নভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২৬ হাজার পেরিয়ে যায়। এরপর ১৬ দিনের ব্যবধানে আরো এক হাজার কভিড-১৯ পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। সর্বশেষ ৩৫ জনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৭।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার দশমিক ৫৪ শতাংশ, যা ছয় মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে রোগী শনাক্তের হার কম ছিল গত ১৩ মার্চ, দশমিক ২৬ শতাংশ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫