নাম পরিবর্তন করবে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি

তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন হবে ৬৯৩ কোটি টাকা ব্যয়ে

প্রকাশ: সেপ্টেম্বর ১৫, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বিশ্বের সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন করছে। এ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এসএমডব্লিউ-৬ কনসোর্টিয়ামের ১১ এএসসি কর্তৃক চূড়ান্ত নির্মাণ ও রক্ষণাবেক্ষণ চুক্তির (সি অ্যান্ড এমএ) খসড়া অনুমোন করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এ বিষয়ে অনুমোদন দেয়া হয়। তথ্যমতে, বৈঠকে কনসোর্টিয়ামের নির্বাচিত ঠিকাদারের সঙ্গে সরবরাহ চুক্তি স্বাক্ষরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। তৃতীয় সাবমেরিন কেবল স্থাপন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৯৩ কোটি ১৬ লাখ ৭১ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড নিজস্ব তহবিল থেকে ৩০০ কোটি ৮৩ লাখ ৪ হাজার টাকার বিনিয়োগ করবে এবং সরকার বাকি ৩৯২ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার টাকার বিনিয়োগ করবে।

এদিকে বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিচালনা পর্ষদ কোম্পানিটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটিবাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের পরিবর্তেবাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি নাম ব্যবহার করবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে নাম পরিবর্তন করতে পারবে কোম্পানিটি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫