আনুষ্ঠানিকভাবে পিসিবির চেয়ারম্যান হলেন রমিজ রাজা

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২১

বণিক বার্তা অনলাইন

আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছে ইএসপিএন ক্রিকইনফো। এ ছাড়া পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। 

খবরে বলা হয়, পিসিবির চেয়ারম্যান হতে রমিজের কোনো বাঁধা ছিল না। বিষয়টি আগে থেকেই নির্ধারিত ছিল। একাই বোর্ড প্রধানের পদে মনোনয়ন জমা দেওয়ায় এটা কেবলই একটা আনুষ্ঠানিকতা ছিল।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পিসিবির প্রধান পৃষ্ঠপোষক ইমরান খান গত ২৭ আগস্ট পিসিবি প্রধান পদে রমিজ রাজার নাম চূড়ান্ত করেছিলেন।

১৯৮৪ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত পাকিস্তানের হয়ে ৫৭ টেস্ট আর ১৯৮ ওয়ানডে খেলেছিলেন রমিজ রাজা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫