২৪ ঘণ্টায় ৪১ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৯৫৩

প্রকাশ: সেপ্টেম্বর ১৩, ২০২১

বণিক বার্তা অনলাইন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন আরও ৪১ জনের করোনায় মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৯৫৩ জন। গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের করা জরিপ থেকে এ তথ্য জানা যায়।

গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুসহ সারা দেশে এখন পর্যন্ত মোট ২৬ হাজার ৯৭২ জনের মৃত্যু হয়েছে। সারা দেশে আক্রান্ত শনাক্ত হয়েছেন মোট ১৫ লাখ ৩২ হাজার ৩৬৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নভেল করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন  ৪ হাজার ১১২ জন। সারা দেশে এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থের সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার ৯৩৩।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৩৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৬৯ শতাংশ। 

একদিনে যে ৪১ রোগী মারা গেছেন তাদের মধ্যে ২৫ জন পুরুষ, নারীর সংখ্যা ১৬। ঢাকা ও চট্টগ্রামে  মৃত্যু হয়েছে ১৪ জনের। এ ছাড়া রাজশাহীতে ৩, খুলনায় ৬, বরিশালে ১ সিলেটে ১ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫