প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সাকিব

প্রকাশ: সেপ্টেম্বর ১২, ২০২১

ক্রীড়া প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান তারা।

 

নিজের ভেরিফায়েড টুইটার পেজে তিনজনের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন, আমাদের পাপন ভাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সন্ধ্যায় সাক্ষাত করাটা ছিল  সম্মানের।

 

যদিও সাক্ষাতের কোনো কারণ উল্লেখ করেননি সাকিব।

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে আজ রাতেই সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন সাকিব ও মুস্তাফিজুর রহমান। এরপর ওমানে প্রথম রাউন্ড দিয়ে শুরু হবে টি২০ বিশ্বকাপ। বিশ্বকাপের মূল পর্ব আরব আমিরাতে। আইপিএল শেষে আর দেশে ফিরবেন না সাকিব। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ সামনে রেখেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করলেন সাকিব।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫