জার্মানির পরিষেবা খাতের প্রবৃদ্ধিতে শ্লথগতি

প্রকাশ: সেপ্টেম্বর ০৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

আগস্টে জার্মানির পরিষেবা খাতে প্রবৃদ্ধি হলেও আগের মাসের তুলনায় সেখানে শ্লথগতি দেখা গেছে কভিডের সংক্রমণ রোধে লকডাউনের ফলে ব্যবসায়িক গতি হারানোর পর সেই সময় চাহিদা পুনরুদ্ধার শুরু হয়েছিল সম্প্রতি প্রকাশিত এক জরিপে এমন চিত্র উঠে আসে খবর রয়টার্স

আইএইচএস মার্কিটের চূড়ান্ত পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অনুসারে আগস্টে জার্মান পরিষেবা খাতের কার্যক্রম সূচক কিছুটা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৬০ দশমিক পয়েন্টে জুলাইয়ে সূচক ছিল ৬১ দশমিক পয়েন্ট এর আগে আগস্টের জন্য সূচকের পূর্বাভাস দেয়া হয়েছিল ৬১ দশমিক

আগস্টে পরিষেবা উৎপাদন খাতের সম্মিলিত কম্পোজিট পিএমআই সূচক কমে ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে জুলাইয়ের সূচকের পরিমাণ ছিল ৬২ দশমিক আগস্টের জন্য সূচকের পূর্বাভাস দেয়া হয়েছিল ৬০ দশমিক সূচকের পরিমাণ জার্মানির উৎপাদন খাতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকার ব্যাপারে ইঙ্গিত প্রদান করে

আইএইচএস মার্কিটের সহযোগী অর্থনৈতিক পরিচালক ফিল স্মিথ বলেন, জুলাইয়ের অনুসরণের জার্মান পরিষেবা খাত আগস্টে তার ব্যবসায়িক কার্যক্রম আরো বৃদ্ধি করে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫