করোনা সংক্রমণ বৃদ্ধি

দেউলিয়া ঘোষণার আবেদন ফিলিপাইন এয়ারলাইনসের

প্রকাশ: সেপ্টেম্বর ০৬, ২০২১

বণিক বার্তা ডেস্ক

যুক্তরাষ্ট্রে নিজেদের দেউলিয়া ঘোষণায় আবেদনের কাজ শুরু করেছে ফিলিপাইন এয়ারলাইনস করোনা মহামারীতে বিশ্বের উড়োজাহাজ শিল্প মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে ক্ষতি কাটিয়ে ব্যবসা টিকিয়ে রাখতেই এমন পদক্ষেপ গ্রহণ করেছে প্রতিষ্ঠানটি খবর এএফপি

ফিলিপাইনের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি জানায়, আবেদনের মাধ্যমে তারা তাদের বিদ্যমান চুক্তিগুলো নবায়ন করতে পারবে এবং কমপক্ষে প্রায় ২০০ কোটি ডলার ঋণ কমাতে সক্ষম হবে

দেউলিয়া ঘোষণা আবেদন প্রদানের পাশাপাশি ফিলিপাইন এয়ারলাইনস তাদের উড়োজাহাজ বহরের সংখ্যা কমিয়ে ২৫ শতাংশে নিয়ে আসবে সেই সঙ্গে ভাড়া বাবদ প্রদানকৃত অর্থের পরিমাণ কমাতে তাদের চুক্তিগুলোর পুনর্মূল্যায়ন করবে বলেও জানা গেছে

এক ভিডিও বার্তায় ফিলিপাইন এয়ারলাইনসের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিলো থাডেয়াস রদ্রিগেজ বলেন, যোগাযোগ ব্যবস্থা, উড়োজাহাজের সংখ্যা সাংগঠনিক পুনর্গঠনের পাশাপাশি ফিলিপাইন এয়ারলাইনস স্বাভাবিকভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে

একই ভিডিও বার্তায় ফিলিপাইন এয়ারলাইনসের প্রেসিডেন্ট গিলবার্ট সান্তা মারিয়া বলেন, ২০১৯ সালে ফিলিপাইনে উড়োজাহাজে ভ্রমণকারীর সংখ্যা ছিল তিন কোটি করোনা মহামারীসংক্রান্ত নিষেধাজ্ঞার কারণে গত বছর ৭৫ শতাংশ হ্রাস পেয়ে তা ৭০ লাখে নেমে এসেছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫