আইইউবিতে ক্যারিয়ার-বিষয়ক ওয়েবিনার অনুষ্ঠিত

প্রকাশ: আগস্ট ২০, ২০২১

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের  (আইইউবি) ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট (সিজিপি) অফিস সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি থেকে সদ্য পাসকৃত গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার-বিষয়ক এক ওয়েবিনার আয়োজন করে

গেট এমপ্লয়েড-মেক ইউরসেলফ জব রেডি শীর্ষক ওয়েবিনারে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন আইইউবির ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট অফিসের পরিচালক মোহাম্মদ নাইমুজ্জামান অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিজিপির ক্যারিয়ার কাউন্সিলর ফারজানা হাফিজ সময় সিজিপির সহকারী পরিচালক শারমিন ইসলাম উপস্থিত ছিলেন

দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানে ১৭ বছর কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে প্রতিযোগিতার বিশ্বে একজন চাকরিপ্রত্যাশীকে কীভাবে প্রস্তুত করতে হবে, কী কী দক্ষতা অর্জন করতে হবে এবং কীভাবে নিজেকে চাকরিদাতাদের সামনে উপস্থাপন করতে হবে, সে বিষয়ে আলোচনা করেন মোহাম্মদ নাইমুজ্জামান

বাস্তবমুখী জ্ঞানার্জনের পাশাপাশি শক্তিশালী নেটওয়ার্ক যোগাযোগ দক্ষতা একজন চাকরিপ্রার্থীকে এক ধাপ এগিয়ে রাখে বলেও তিনি মন্তব্য করেন চাকরি পাওয়ার পর নিজ প্রতিষ্ঠানের জন্য শতভাগ বিলিয়ে দেয়া, সততা নিষ্ঠার সঙ্গে কাজ করা, ইতিবাচক মনোভাব, সহকর্মীদের প্রতি যথাযথ সম্মান টিমে কাজ করার মনোভাব রেখে কাজ করার প্রতি তিনি সবাইকে আহ্বান জানান ৩০ জনের বেশি গ্র্যাজুয়েট আলোচনায় অংশগ্রহণ করেন প্রশ্নোত্তর পর্বে চাকরিপ্রার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মোহাম্মদ নাইমুজ্জামানবিজ্ঞপ্তি  


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫