স্বপ্নের লেনদেন রসিদে বিপিএ নেই

প্রকাশ: আগস্ট ১৯, ২০২১

সুপারশপ চেইন স্বপ্নের লেনদেন রসিদে কোনো ধরনের  বায়োসপেনল কেমিক্যাল (বিপিএ) নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি স্বপ্নের কর্মাশিয়াল পার্চেস ম্যানেজার মাহবুব ইবনে হক বলেন, স্বপ্নের লেনদেন রসিদে যে পেপার ব্যবহার করা হয়, তাতে ক্ষতিকারক বিপিএ বা বায়োসপেনল কেমিক্যাল নেই বলে নিশ্চিত করেছেন আমাদের সাপ্লায়ার মাস্টার সিমেক্স পেপার লিমিটেড

মাস্টার সিমেক্স পেপার লিমিটেডের ডিরেক্টর শেখ ইমরান হোসাইন বলেন, স্বপ্ন সুপারশপের সব স্টোরে হ্যানসল থার্মাল পেপার ব্যবহার করা হয়, যার সরবরাহদাতা আমাদের প্রতিষ্ঠান এটি বিপিএ বা বায়োসপেনল কেমিক্যালমুক্ত, অর্থাৎ পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না আমাদের কাছে হ্যানসল থেকে পাঠানো সার্টিফিকেটও আছে বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫