গাড়ি ভর্তি অর্থ নিয়ে আশরাফ গনির দেশত্যাগ

প্রকাশ: আগস্ট ১৭, ২০২১

বণিক বার্তা ডেস্ক

গাড়ি হেলিকপ্টার ভর্তি নগদ অর্থ নিয়ে দেশ ছেড়েছেন আশরাফ গনি। কাবুলে দূতাবাসের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, প্রেসিডেন্ট আশরাফ গনি দেশত্যাগের সময় চারটি গাড়ি একটি হেলিকপ্টার ভর্তি করে নগদ অর্থ নিয়ে গেছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হেলিকপ্টারে জায়গা না হওয়ায় বেশকিছু নগদ অর্থ ফেলে যেতে বাধ্য হয়েছেন আশরাফ গনি। রাশান সংবাদমাধ্যম আরআইএকে কাবুলে রাশিয়া দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কো বলেন, নগদ অর্থে ভর্তি ছিল চারটি গাড়ি।

১৫ আগস্ট তালেবানরা কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর দেশত্যাগ করেন প্রেসিডেন্ট আশরাফ গনি। তবে তিনি উজবেকিস্তান নাকি তাজিকিস্তান গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। পরে প্রেসিডেন্ট ভবন দখলে নেয় তালেবান যোদ্ধারা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫