জুলাইয়ের শীর্ষ ডিলার ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

প্রকাশ: আগস্ট ০৯, ২০২১

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জুলাইয়ের শীর্ষ ডিলারের তালিকা প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এতে গত মাসেও প্রথম স্থান দখল করেছে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে তথ্য জানা যায়।

সূত্রমতে, শীর্ষ ডিলারের দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে রয়েছে উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া গত মাসে চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম ইবিএল সিকিউরিটিজ লিমিটেড, ষষ্ঠ শেলটেক ব্রোকারেজ লিমিটেড, সপ্তম প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, অষ্টম আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড, নবম আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড এবং দশম স্থানে রয়েছে ইউনিরয়েল সিকিউরিটিজ লিমিটেড।

এরপর যথাক্রমে রয়েছে শাকিল রিজভী স্টক লিমিটেড, দোহা সিকিউরিটিজ লিমিটেড, এমটিবি সিকিউরিটিজ লিমিটেড, এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড, এনবিএল সিকিউরিটিজ লিমিটেড, স্কয়ার সিকিউরিটিজ ম্যানেজমেন্ট লিমিটেড, এনএলআই সিকিউরিটিজ লিমিটেড এম সিকিউরিটিজ লিমিটেড।

উল্লেখ্য, জুন মাসের শীর্ষ ডিলারের তালিকায় প্রথম স্থান ছিলে ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। দ্বিতীয় স্থানে ছিল উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এরপর তৃতীয় স্থানে ছিল ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড। এছাড়া গত মাসে চতুর্থ স্থানে ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড, পঞ্চম দোহা সিকিউরিটিজ লিমিটেড।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫