বিইউবিটিতে আইসিএসসিটি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: আগস্ট ০৬, ২০২১

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) দি ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড কনটেম্পোরারি টেকনোলজিস (আইসিএসসিটি) শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অন্যদের মধ্যে আইসিএসসিটি, ২০২১-এর প্রধান পৃষ্ঠপোষক বিইউবিটি ট্রাস্টি অধ্যাপক . সফিক আহম্মেদ সিদ্দিক, আইসিএসসিটি-২০২১-এর জেনারেল চেয়ার বিইউবিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক . মো. ফৈয়াজ খান, আই-ট্রিপল- বাংলাদেশ সেকশনের চেয়ার অধ্যাপক . মো. মশিউল হক এবং আইসিএসসিটি, ২০২১-এর পৃষ্ঠপোষক এএফএম সরওয়ার কামাল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিইউবিটির শিক্ষক-কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভিয়েতনাম, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, সৌদি আরব, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিসর, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, উত্তর কোরিয়া, মালয়েশিয়া রাশিয়া থেকে গবেষকরা অংশ নেবেন। আগস্ট আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫