ফরিদপুরে করোনা ও উপসর্গে মৃত্যু ১৪

প্রকাশ: আগস্ট ০৪, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গে ১৪ জন মারা গেছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৮ জন আর উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছে । 

বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতাল এর পরিচালক ডাঃ মো সাইফুর রহমান জানায়, গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হয়েছে ৫২ জন এবং সুস্থ হয়েছে ৩৩ জন। 

ফরিদপুরে এই পর্যন্ত ১৮,৩০৭ জন রোগীর করোনা শনাক্ত করা হয়েছে ।   

ফরিদপুর সিভিল সার্জন ডাঃ মো ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ১৯১ জনকে নতুন শনাক্ত করা হয়েছে। আক্রান্তের হার  ৪০.৬৪%। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৩৮ জন ।

ফরিদপুর মেডিকেল অফিসার ডাঃ তানসীভ জুবায়ের নাদিম জানান, বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩৫৭৫ জন । এছাড়া সরকারী হিসেবে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪০৩ জন। সঠিক ভাবে করোনার নিয়ম কানুন ও নিরাপদ দূরত্ব মানলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রন করা সম্ভব ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫