দ্বিতীয় ইউনিট করছে ফার কেমিক্যাল

প্রকাশ: আগস্ট ০৪, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ রসায়ন খাতের কোম্পানি ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড  দ্বিতীয় ইউনিটের নির্মাণ কাজ হাতে নিয়েছে বলে জানিয়েছে। পাশাপাশি যন্ত্রপাতি আমদানির জন্য এলসি খুলেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি নারায়ণগঞ্জের রূপগঞ্জে দ্বিতীয় ইউনিটের প্রি-ফেব্রিকেটেড স্টিল স্ট্রাকচার বিল্ডিং ফ্যাক্টরি শেড এবং মূলধনি যন্ত্রপাতির জন্য আংশিক এলসি খুলেছে। অবশিষ্ট এলসি খোলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩১ মার্চ ২০২১ তারিখে সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে পয়সা। যা আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১২ পয়সা।

অন্যদিকে চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে পয়সা। 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫