চতুর্থ দফায় সিরাজগঞ্জে পৌঁছল ২০০ টন অক্সিজেন

প্রকাশ: আগস্ট ০৩, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ভারত থেকে সিরাজগঞ্জে আরো ২০০ টন তরল অক্সিজেন এসেছে। নিয়ে চতুর্থ দফায় সিরাজগঞ্জে তরল অক্সিজেন আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে পর্যন্ত ৮০০ টন তরল অক্সিজেন আমদানি করা হয়। করোনায় আক্রান্তদের চিকিৎসায় অক্সিজেন আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রোববার দিবাগত রাত ১টায় সয়দাবাদ রেলস্টেশনে ১০টি কন্টেইনারে তরল অক্সিজেন আনা হয়। পরে তা নারায়ণগঞ্জের কেন্দ্রীয় অক্সিজেন প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়েছে।

আমদানিকারক প্রতিষ্ঠান লিনডের আন্তর্জাতিকবিষয়ক ব্যবস্থাপক সুফিয়া আকতার ওয়াহাব জানান, করোনাভাইরাসে আক্রান্ত মুমূর্ষু রোগীদের চিকিৎসায় জাতীয় পর্যায়ে ব্যবহারের জন্য সরাসরি ভারত থেকে তরল অক্সিজেন আনা হচ্ছে। এর আগে ৩১ জুলাই ভারত থেকে আমদানি করা তরল অক্সিজেনের তৃতীয় চালান সিরাজগঞ্জে এসে পৌঁছায়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫