কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ৭ জন আটক

প্রকাশ: আগস্ট ০৩, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, কুড়িগ্রাম

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার পথে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নারী শিশুসহ সাত বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আটককৃতদের বিনা পাসপোর্টে দেশে আসার অভিযোগে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

আটক বাংলাদেশীরা হলেন ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১), তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), ছেলে আরমান আলী (০৮); কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬), তার স্ত্রী পারভীন বিবি (২১), ছেলে পারভেজ মন্ডল (০৬); নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)

বিজিবি জানায়, আটক বাংলাদেশীরা ভারতের ইটভাটায় কাজ শেষে গতকাল ভোরে ভারতের দিনহাটা থানাসংলগ্ন ৯৪২/ আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্তে তাদের আটক করে বিজিবি।

লালমনিরহাট ১৫ বিজিবির অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী জানান, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশে প্রবেশ করে। অবৈধভাবে দেশে আসার অভিযোগে তাদের ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫