পরিবহন সংকট

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ: আগস্ট ০৩, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, গাজীপুর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কারখানার শ্রমিকরা। পরিবহন সংকটে কর্মস্থলে যেতে শ্রমিকদের ভোগান্তি বেশি ভাড়া নেয়ার প্রতিবাদে গতকাল সকালে তারা বিক্ষোভ করেন। এতে মহাসড়কের দুই কিলোমিটারেরও বেশি অংশজুড়ে দীর্ঘ জট সৃষ্টি হয়।

স্থানীয় ইয়াছমিন স্পিনিং মিলের শ্রমিক আল আমিন জানান, গড়গড়িয়া মাস্টারবাড়ী থেকে কারখানা পর্যন্ত অটোরিকশার ভাড়া মাত্র ২০ টাকা। অথচ বর্তমানে ৫০ টাকা দিয়েও আটো পাওয়া যাচ্ছে না। দীর্ঘক্ষণ অপেক্ষা করে অটো না পেয়ে হেঁটেই কারখানার উদ্দেশে রওনা হতে হচ্ছে।

মাওনা হাইওয়ে থানার ওসি কামাল হোসেন বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে প্রায় ঘণ্টা পর সকাল ৯টার দিকে তাদের মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। এরপর মহাসড়কে লকডাউনে অনুমোদিত যানবাহন চলাচল শুরু করে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫