রূপগঞ্জের অগ্নিকাণ্ড : পুড়ে মারা যাওয়া ৪৫ জনের পরিচয় শনাক্ত

প্রকাশ: আগস্ট ০২, ২০২১

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডের কারখানায় অগ্নিকাণ্ডে ঘটনায় পুড়ে মারা যাওয়া ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক বিভাগ ডিএনএ পরিক্ষার মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করেছে । 

আজ সোমবার (২ অগাস্ট) সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বণিক বার্তাকে এ তথ্য জানান। 

তিনি বলেন, ৪৮ জনের মরদেহের মধ্যে ৪৫ জনের মরদেহ পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি ৩ জনে মরদেহ অতিরিক্ত পুড়ে যাওয়ায় ডিএনএ সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে। শনাক্ত হওয়া মরদেহগুলো জেলা প্রশাসনের মাধ্যমে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। 

ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রোমানা আক্তার বণিক বার্তাকে বলেন, আমরা ৪৮ মরদেহের বিপরীতে ৬৯ জনের নমুনা সংগ্রহ করাছিলাম। এর মধ্যে ৪৫ জনে মরদেহ শনাক্ত করেছি। বাকিগুলোর কাজ চলছে ।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫