জয়পুরহাটে আমন ধানের চারা রোপণে ব্যস্ত কৃষক

প্রকাশ: আগস্ট ০২, ২০২১

বণিক বার্তা প্রতিনিধি, জয়পুরহাট

বোরোর বাম্পার ফলনের পর জয়পুরহাটের কৃষকরা এখন আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে প্রায় ৭৬ শতাংশ জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বাকি জমিতেও চারা রোপণ সম্পন্ন হবে বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।

জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানা যায়, জেলায় চলতি মৌসুমে ৬৯ হাজার ৬৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চফলনশীল জাতের ৬৩ হাজার ৬০০ হেক্টর, হাইব্রিড জাতের হাজার ৩৬০ হেক্টর। এছাড়া স্থানীয় জাতের রয়েছে ৭০০ হেক্টর। এতে চালের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই লাখ টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মেফতাহুল বারি জানান, এবার আষাঢ় শ্রাবণ মাসের প্রথম দিকে বৃষ্টিপাত হওয়ায় রোপা আমন চাষে কোনো সমস্যা হচ্ছে না। তবে কিছু কিছু এলাকায় পানির সংকট থাকলেও গভীর অগভীর নলকূপের মাধ্যমে সেচ দিয়ে জমি চাষ করছেন কৃষক। জুলাইয়ের প্রথম সপ্তাহে জেলার কৃষকরা আমনের চারা রোপণ শুরু করেছেন। এরই মধ্যে ৫০ হাজার ২২০ হেক্টর জমিতে চারা রোপণ সম্পন্ন হয়েছে, যা প্রায় ৭৬ ভাগ।

তিনি আরো জানান, জয়পুরহাটে চলতি ২০২১-২২ মৌসুমে রোপা আমন চাষ সফল করতে হাজার ৬২০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়েছে। চলতি মৌসুমে জেলায় বোরোর বাম্পার ফলন হয়েছিল। চাল উৎপাদন হয়েছে তিন লাখ টন, যা জেলার চাহিদার তুলনায় বেশি। বোরোর বাম্পার ফলনের পরে কৃষকরা বর্তমানে রোপা আমন ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। ১০-১২ দিনের মধ্যে আমন ধানের চারা রোপণ শেষ হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫