শেয়ার বিক্রি করবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা

প্রকাশ: আগস্ট ০২, ২০২১

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা প্রকৌশলী মো. মনসুরুজ্জামান নিজের কাছে থাকা কোম্পানির চার লাখ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা প্রকৌশলী মো. মনসুরুজ্জামানের কাছে কোম্পানির ৩২ লাখ ৫৩ হাজার ৩১১টি শেয়ার রয়েছে। তিনি এর মধ্য থেকে লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটে ঘোষণাকৃত শেয়ার বিক্রি সম্পন্ন করতে পারবেন।

ব্যাংকটির আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় হয়েছে ৩৯০ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৩১৩ টাকা, যা আগের বছর একই সময় হয়েছিল ২২৪ কোটি ৭৫ লাখ হাজার ৬৫১ টাকা। সে হিসাবে আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত পরিচালন আয় বেড়েছে ১৬৫ কোটি ৬৩ লাখ ৭২ হাজার ৬৬২ টাকা বা ৭৩ দশমিক ৬৯ শতাংশ। এদিকে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪৬ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৭২১ টাকা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫